electrician hand tools - electrical hand tools - mechanical electrical tools

 electrician hand tools - electrical hand tools - mechanical electrical tools
electrician hand tools - electrical hand tools - mechanical electrical tools


ইলেকট্রিশিয়ানের সাধারণ হ্যান্ডটুলস

ইলেকট্রিশিয়ান হ্যান্ডটুলস :

হ্যান্ড টুলস-এর অর্থ হাত দিয়ে কাজ করার সময়ে ব্যবহৃত যন্ত্রপাতি। যে সমস্ত টুলস ব্যবহার করে দৈহিক শক্তি প্রয়োগের মাধ্যমে কারিগরি কর্মক্ষেত্রের কাজ সহজভাবে সমাধান করা হয়, তাদের হ্যান্ড টুলস্ বলে। আর ইলেকট্রিক্যাল কর্মকান্ডে একজন ইলেকট্রিশিয়ান যে সমস্ত টুলস ব্যবহার করে কাজ সমাধান করে সেগুলোকে ইলেকট্রিশিয়ান হ্যান্ড টুলস বলে। কম্বিনেশন প্লায়ার্স একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রিশিয়ান হ্যান্ড টুলস। নিয়ন টেস্টার, স্ক্রু-ড্রাইভার, হ্যাক স' ইত্যাদি বহুল ব্যবহৃত হ্যান্ড টুলস।

সাধারণ হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা :

হ্যান্ড টুলস ছাড়া শুধু হাত দিয়ে কোনো কাজ সুন্দর, সঠিকভাবে করা যায় না বা সহজে ও দ্রুত করা যায় না। কাজের গুণগত মান বজায় রেখে সুষ্ঠুভাবে কাজ করতে হ্যান্ড টুলস এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক। কারিগরি কর্মকান্ড সুষ্ঠুভাবে সমাধা করতে সাধারণ হ্যান্ড টুলস এর গুরুত্ব অপরিসীম। বৈদ্যুতিক কাজে একজন দক্ষ টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ওয়্যারিং স্থাপন না রক্ষণাবেক্ষণের কাজ সহজ ও সঠিকভাবে করতে হ্যান্ড টুলস এর প্রয়োজনীয়তা খুব বেশি। হ্যান্ড টুলস ব্যবহারে কারিগরি যে কোনো কাজ সহজে ও যথাযথভাবে করা সম্ভব হয়। হ্যান্ড টুলস ব্যবহারকারী ইলেকট্রিশিয়ানের গুরুত্ব খুব বুঝতে সক্ষম। ব্যবহারিক ক্ষেত্রে হ্যান্ড টুলস এর যান্ত্রিক সুবিধা থেকে এর গুরুত্ব বোঝা যায় ।

সাধারণ হ্যান্ড টুলসের তালিকা :

একজন কারিগরকে সাধারণত যে সকল হ্যান্ড টুলস্ ব্যবহার করতে হয়, সেগুলোর নাম, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান থাকা আবশ্যক। একজন ইলেকট্রিশিয়ানকে যে সকল হ্যান্ড টুলস ব্যবহার করতে হয় তার তালিকা নিচে প্রদান করা হলো

টুলস এর নাম

মাইক্রোমিটার এবং ওয়্যার গেজ
ইনসাইড আউটসাইড ক্যালিপার্স
স্কাইবার
স্প্রিং ডিভাইডার
ট্রাই-স্কয়ার
সেন্টার পাঞ্চ
ফিলার গেজ
স্পিরিট লেভেল
প্লাম্ব-বব
অ্যান্ড কাটিং প্লায়ার্স
ডাই অ্যান্ড স্টোক
কম্বিনেশন প্লায়ার্স
ক্রিমপিং প্লায়ার্স
ওয়্যার স্ট্রিপিং প্রায়ার্স
ফ্লাট নোজ প্লায়ার্স
রাউন্ড নোজ প্লায়ার্স
ডায়াগোনাল কাটিং প্লায়ার্স
লং নোজ প্লায়ার্স
স্লিপ জয়েন্ট প্লায়ার্স
অ্যাডজাস্টেবল জয়েন্ট প্লায়ার্স
ফ্লাট ক্রু ড্রাইভার
পাইপ বেন্ডার
ট্যাপ হোল্ডার এবং টেপ
ফিলিপস স্ক্রু
ফ্লেক্সিবল বেড ক্রু
কানেকটিং ক্রু ড্রাইভার
ড্রাইভার
ক্রসপিন হ্যামার
বলপিন হ্যামার
অফসেট ক্রু ড্রাইভার
কাঠের হ্যামার বা লেমেট
কপার হ্যামার
প্লাস্টিক বা সফট হ্যামার
ক্লো হ্যামার
কোল্ড চিজেল
ফরমার (উড়েন) চিলে
টেনন 'স'
কি ওয়ে 'স'
হ্যান্ড 'স'/ ব্যাক 'স'
হ্যান্ড টং বা
চিমটা
কাপেন্ট্রি ব্রেস বা
রেচেট ব্রেস
হ্যান্ড ড্রিল
হ্যামার ড্রিল
বো ল্যাম্প
ইলেকট্রিক হ্যান্ড ড্রিল
ফাইল
রাওয়াল পাগ টুলস
অ্যাডজাস্টেবল বা সাইড রেঞ্জ
রিং রেঞ্জ বা
ওপেন এইন্ড স্প্যানার
সকেট বা বক্স রেঞ্জ
পাইপ রেঞ্জ
মাঝি রেঞ্জ
অ্যালেন কি
হ্যাক'স'
ইলেকট্রিক সোল্ডারিং আয়রন
জুনিয়র হ্যাক'স'
কাউন্টার সিদ্ধ ৬১ রিমার্স
ক্যাবল কাটার
বোল্ট কাটার
হাইড্রোলিক কম্প্রেসার
হ্যান্ড কম্প্রেসার
নিয়ন টেস্টার
বেঞ্চ ভাইস
সেলফ লকিং হিড পাইপ ভাইস
সি ক্ল্যাম্প
ইলেকট্রিশিয়ান নাইফ বা চাকু
পাইপ কাটার
গ্রীজ পান
জিমলেট
টিন কাটার বা স্লিপ পুলি পুলার

অন্য পোষ্ট : সেল ও ব্যাটারির পরিচিতি - ব্যাটারি - সেল কাকে বলে - ড্রাই সেল কাকে বলে

electrician hand tools - electrical hand tools - mechanical electrical tools


সাধারণ হ্যাভ টুলস এর ব্যবহার বৈদ্যুতিক বারে ব্যবহৃত সাধারণ হ্যাকস সমুদ্রের ব্যবহার নিয়ে বর্ণনা করা হলো
১। মেজারিং টেপ, ফোল্ডিং রুল (স্টিল বা নে) এবং
কারিগরি কাজে কোনো বস্তুর দৈর্ঘ্য, গ্রন্থ এবং উচ্চতা সঠিকভাে পরিমাপের জন্য উল্লেখিত পরিমাপ যন্ত্রসমূহ ব্যবহার করা হয়।
২। মাইক্রোমিটার ফু গেছ। সাধারণত তারের সাইজ, প্লেট ও নিটে পুরুত্ব পরিমাপের জন্য মাইক্রোমিটার ব্যবহার করা হয়। মাইক্রোমিটার ব্যবহারের ক্ষেত্রে ৰত্নবান হতে হয়।
৩। ইনসর্জিত ফ্যালিপার্স এবং আউট লাইভ ফ্যালিপার্স :
গোলাকা ছিন্নমুক্ত কোনো বস্তুর ব্রিটির ব্যাস ও অভ্যন্তরীণ কোনো দুটের গ্রন্থ পরিমাপের অন্য ইনসাইড ক্যালিপার্স এবং গোলাকার বা বেলুনাকার কোনো বস্তু বা দণ্ডের বাইরের ব্যাস পরিমাপের জন্য আউট সাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়।
৪। ফাইবার ফাইবার এর সাহায্যে কোনো ধাতব কিংবা অধাতব কল্প বা জলের তলে সাপ দিয়ে মার্কিং করা হয়।
৫।স্প্রিং ডিভাইভার : স্প্রিং ডিভাইভারের সাহায্যে কোনো দুটি বিচ্ছুর
মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা যায়, এর যারা স্টিল রুল হতে মাপ নিয়ে অন্য করা যায়। ডিভাইডাজের সাহায্যে কোনো ধাতৰ তলে বৃত্ত বা বৃত্তাংশ অক্ষন করা যায়।
৬।মূল দেখা বা লাইনের সাথে ৯০° কোশে ঘুরিয়ে কোনো কাজ করা বা মাপ নেয়া কিংবা ৯০° কোন পরীক্ষা করার জন্য ট্রাই করার ব্যবহার করা হয়। তাছাড়া ৯০° কোণে কোনো জব সেটিং করার কাজে ব্যবহার করা হয়।
৭। সেন্টার পাঞ্চ : কোনো ধাতব পদার্থের উপর ছিন্ন করার পূর্বে এর নির্দিষ্ট স্থানে বিট বসানোর জন্য নাগ নেয়ার কাজে সেন্টার পাঞ্চ ব্যবহার করা হয়।
৮। ফিলার গেচ্ছ। কোনো সুস্থ ফাঁক বা ক্লিয়ারেন্স পরিমাপ করার জন্য ফিসার গেজ ব্যবহার করা হয়।
৯। স্পিরিট অনুভূমিক বা উল্লখতাৰে কোনো ভলের লেভেল সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে মেশিমঞ্চা ও বৈদ্যুতিক ওয়্যারিং স্থাপন করার ক্ষেত্রে স্পিরিট লেভেল ব্যবহার করা হয়।
১০। পাখ-কৰ গ্লাঘ-বদের সাহায্যে সাধারণত কোনো পাইদের যা উন্ন রেখার সঠিকরা কিংবা কোনো মেশিনগল্প স্থাপনের সময় এর কো এবং শ্যাফ্ট পরীক্ষা করা হয়। এটি সাধারণত পিতলের তৈরি হয়ে থাকে। খাড়া লাইনে সোজাভাৰে বৈদ্যুতিক ফিটিংস ও ফিক্সিং বসাতে এটি ব্যবহার হয়ে থাকে।
১১। এন্ড কাটিং প্লায়ার্স: এটি সাধারণত কোনো তার-এর প্রাপ্ত কর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
১২। স্টোক অ্যান্ড তাই কোনো ধাতুর বাইরে প্যাচ ফাটার জন্য স্টোক এ্যান্ড ডাই ব্যবহার করা হয়।
১৩। ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্স : সাধারণত ভারের উপরের ইনস্যুলেশন অপসারণের কাজে ওয়্যার স্ট্রিপিং প্রায়ার্স ব্যবহার করা হয়। অনেক ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্সের উপরে তারের আকার লেখা থাকে এক্ষেত্রে নির্দিষ্ট মাপের জন্য নির্দিষ্ট স্থান ব্যবহার করতে হয়।
১৪। কম্বিনেশন প্লায়ার্স : সাধারণত কারিগরি কাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুনস। এর সাহায্যে কর্তন, মোড়ানো এবং থ্রিপিং করা যায়।
১৫। ক্রং : এই টুলসের সাহায্যে বিভিন্ন আকারের ক্যাবল টার্মিনাল লাগসকে ক্যাবলের সাথে চাপ দিয়ে অটিকালো হয়।


অন্য পোষ্ট : ফিউজ কি - ফিউজ কাকে বলে - ফিউজ - ফিউজ তারের বৈশিষ্ট্য - ফিউজ কত প্রকার

electrician hand tools - electrical hand tools - mechanical electrical tools


১৬। ভারাপোনাল কাটিং প্লায়ার্স। এটি এক ধরনের প্লায়ার্স যা সরু তার কর্তন করার কাজে ব্যবহার করা হয়।
১৭। ফ্লাট নোজ প্লারার্স : রাউন্ড নোজ প্লায়ার্স-এর সাহায্যে সাধারণত তার কিংবা পাতলা ধাতব পিটকে প্রয়োজনমতো বাঁকানো বা বিভিন্ন সাইজ কিংবা আকৃতি দেয়া হয়।
১৮। রাউন্ড নোজ প্রায়ার্স। রাউন্ড নেছি প্লায়ার্স সাধারণত কোনো ভারকে রিং করা কিংবা গোলাকার করে বাঁকানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে।
১৯। শং নোজ প্লাৱাৰ্স লং নোজ প্লায়ার্সও কোনো ভারকে রিং করা কিংবা গোলাকার করে বাঁকানোর কাজে ব্যবহার করা হয়ে তাকে। তবে কোনো কোনো সময় তার জোড়া দেয়া কিংবা কম প্রশস্ত স্থানে প্লায়ার্সের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
২০। স্লিপ জয়েন্ট প্লায়ার্স। স্লিপ জয়েন্ট প্লায়ার্স এর সাহায্যে কোনো রড, পাইপ, ক্যাবল ইত্যাদি বাঁকানো বা ধরা হয় ।
২১। অ্যাডজাস্টে অরেন্ট প্লায়ার্ন অ্যাডজাস্টেবল জয়েন্ট প্লায়ার্স, স্লিপ জয়েন্ট প্লায়ার্স-এর অনুরূপ তবে এর সাহায্যে তুলনামূলক ভারী কাজ করা হয়।
২২। ফুটি ফু ফ্লাইভার সাধারণত কারিগরি কাজের জন্য ফুটি ফু ড্রাইভার একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস্। এর সাহায্যে উঠেন ফ্লু বা মেশিন ক্রু খোলা বা লাগানো হয়। এর অর্থভাগ চেষ্টা বা ফ্লাট বলে একে ফ্লাট ক্রু ড্রাইবার বলা হয়।
২৩। ট্যাপ হোল্ডার এবং টেপ : কোনো ধাতুর ছিদ্রের ভিতরে প্যাঁচ কাটার জন্য স্টোক অ্যান্ড ডাই ব্যবহার করা হয়।
২৪। পাইপ বেভার : কড়ুইট ওয়্যারিং-এর কাজে কভুইটকে বাঁকানোর কাজে পাইপ বেন্ডার ব্যবহার করা হয়। এটি বিভিন্ন আকারের পাইপের জন্য প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেয়া যায়।
২৫। ফিলিপস হু ড্রাইভার : কারিগরি কাজের জন্য ফিলিপস কু ড্রাইভারও একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এর সাহায্যে যে সকল মেশিন ক্রু-এর অগ্রভাগের স্লট (+) এস আকারের এগুলো খোলা বা লাগানো হয়। এর অগ্রভাগ (+) এস আকারের বলে একে ফিলিপস স্ক্রু ড্রাইভার বা স্টার ক্রু ড্রাইভার বলে।
২৬। ফ্লেক্সিবল রেড স্ক্রু ড্রাইভার : যে সকল স্থানে সোজাভাবে জ্ঞ ড্রাইভার ব্যবহার করা যায় না, সেখানে ফ্লেক্সিবল ব্রেড ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়।
২৭। কানেকটিং ক্রু ড্রাইভার : অপেক্ষাকৃত ছোট ক্রু খোলা কিংবা লাগানোর জন্য কানেকটিং জু ড্রাইভার ব্যবহার করা হয়।
২৮। অফসেট ক্রু ড্রাইভার: অফসেট ক্রু ড্রাইভার এর দুটি প্রাপ্ত ৯০° কোণে বাঁকানো। যে সকল স্থানে সোজা ক্রু ড্রাইভার ব্যবহার করা যায় না, সেখানে এ ধরনের ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়।
২৯। ক্রসপিন হ্যামার এটি বিশেষ ধরনের হাতুড়ি । এর এক প্রান্ত থেকে ফ্লাট এবং অপর প্রান্ত টেপার করে কাটা বা ক্রস করা থাকে। বৈদ্যুতিক কনসিন্ড ওয়্যারিং এর সময় দেয়াল কাটার কাজে এটি বেশ উপযোগী। এছাড়াও ধাতব পদার্থকে নির্দিষ্ট আকারে ভাঁজ দেয়া বা বাঁকানোর কাজে ব্যবহার করা হয়।
৩০। বলপিন হ্যামার এটি একটি সাধারণ হাতুড়ি। এর এক প্রান্ত গোলাকার বলের ন্যায় এবং অপর প্রান্ত ফ্লাট করা থাকে। ধাতব পদার্থকে নির্দিষ্ট আকারে ভাঁজ দেয়া বা বাঁকানো কিংবা পিটিয়ে বিভিন্ন আকারের করার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া রিবেট বসানোর কাজেও এটি ব্যবহার করা হয়।
৩১। প্লাস্টিক বা সফট হ্যামার যে সকল ক্ষেত্রে ধাতব হ্যামার ব্যবহার করা যায় না, সেখানে প্লাস্টিক বা সফট হ্যামার ব্যবহার করা হয়।
৩২। কাঠের হ্যামার প্লাস্টিক বা সফ্ট হ্যামারের মতো যে সকল ক্ষেত্রে ধাতব হ্যামার ব্যবহার করা যায় না, সেখানে কাঠের হ্যামার বা মেলেট ব্যবহার করা হয়। ৩৩। ওয়্যার গেজ : ওয়্যার গেজ দিয়ে তারের সাইজ এবং সীটের গুরুত্ব খুব সহজে এবং দ্রুত মাপা যায়।
৩৪াষার ফ্রো-হ্যামারের এক প্রান্ত সমান এবং অপর প্রান্ত পাখির পায়ের আঙ্গুলের ন্যায় বাঁকানো থাকে। বাঁকানো দিকটাৰ মাঝখানটা চেনা থাকায় ফ্রো-হ্যামার কাঠে পিন (তারকাটা) ব্যানো এবং উত্তোলন করার কাজে ব্যবহার করা হয়।
৩৫। কোল্ড চিজে কোল্ড চিজেলের সাহায্যে সেরাদের খাঁজ কাটা কোনো ধাক্কৰ পদার্থের উপরে নির্দিষ্ট মাপ অনুযায়ী চিপিং করা হয়। তাছাড়া মেটাল শিট এবং প্লেট কাটারকাজে কোল্ড চিহ্নে ব্যবহার করা হয়।
৩৬। উড়ে চটেছেন চিহ্নে সাধারণত কাঠের কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে কাঠে খাঁজ কাটা কিংবা গ্রুপ তৈরির কাজে ফারমার বা কাপেজি চিহ্নে ব্যবহার করা হয়।
৩৭।টেশন '' '' কাঠ কাটার কাজে ব্যবহার করা হয়। ৈ 'স' কাঠকে লম্বালম্বি কিংবা আড়াআড়িভাৰে কাটার জন্য ব্যবহার করা
৩৮। কি খারে 'স'। ফি ওরে 'স' দ্বারা কাঠে সুখ কাজ করা হয় কিংবা কোনো সংকীর্ণ স্থানে কাঠ কাটার জন্য ব্যবহার করা হয়।
৩৯। ছিল ৰিট: ইলেকট্রিক ছিল নিচ দিয়ে দেয়াল, লোহা ইত্যাদি ছিল (SHANE করা হয়। এটি ছিল মেশিনের প্রধান অংশ। এটি কার্বন স্টিলের তৈরি যন্ত্রাংশ।

অন্য পোষ্ট : Electric kettle - কেটলি - ইলেকট্রিক কেটলি - blender machine - ব্লেন্ডার মেশিন

electrician hand tools - electrical hand tools - mechanical electrical tools

 
৪০। চিমটা : কোনো উত্তপ্ত খাতৰ পদার্থ ধরতে বা নড়াচড়া করতে চিমটা ব্যবহার করা হয়। বিশেষ করে উত্তপ্ত টার্মিনাল লাপ ধরতে এর
৪১। কাপেন্ট্রি ক্রেস: এই হ্যান্ড টুলসটিতে প্রয়োজন অনুযায়ী বিট লাগিয়ে কাঠের মধ্যে দিন করা হয়। এর সাহায্যে উত্তে আটকানো কিংবা খোলা যায়।
৪২। হ্যা : হ্যাভ ছিলের সাহায্যে সাধারণত কোনো ধাতৰ পিচ বা পাতলা প্লেটে ছিন্ন করা হয়। তাছাড়া কাঠের উপরে ছিদ্র করা কিংবা মেশিনারী বিট ব্যবহার করে দেয়ালে ছিন্ন করা যায়।
৪৩। ইলেকট্রিক হ্যান্ড স্লিপ এর কাজ সাধারণত হ্যান্ড ড্রিলের মতো, তৰে এইটি বিদ্যুৎ চালিত।
৪৪। ব্যানার ছিল এর কাজ ইলেকট্রিক হ্যান্ড ড্রিলের মতো, তবে ি করার সময় এর বিট অর্থপশ্চাতে আঘাত করতে থাকে তাই দেয়াল কিংবা সিমেন্ট কনক্রিটে ছিন্ন করতে এটি ব্যবহার করা হয়।
৪৫। ড্রো ন্যাম্প বৈদ্যুতিক ক্যাবল অয়েন্ট বা টার্মিনেশনের ফাজে ব্রো ল্যাম্প ব্যবহার করা হয়।
৪৬। রাওয়াল প্লাগ টুলস এই টুলসের সাহায্যে কনক্রিট দেয়াল ছিদ্র করে রাওয়াল প্লাগ বসানো হয়।
৪৭। ফাইল : (ফ্লাট ফাইল, স্কয়ার ফাইল, ট্রাইএংগোলার ফাইল, রাউন্ড ফাইল, হাফ-রাউন্ড ফাইল এবং নিডল ফাইল) ফাইল একটি হ্যান্ড টুলস যা শক্ত কার্বন স্টিল-এর তৈরি। এর সাহায্যে ধাতব পদার্থের উপরিভাগ বা তল প্রয়োজন অনুযায়ী ঘর্ষণ করে ক্ষয় করা কিংবা হয়। কাজের ক্ষেত্র এবং মানের ভিত্তিতে বিভিন্ন প্রকাশের ফাইল ব্যবহার করা হয়। যেমন: রাফ স্মুথ কাট ফাইল, সূক্ষ্ম কাজের জন্য স্মুথ কাট ফাইল, সূক্ষ্ম কাজের জন্য নিডল ফাইল, কার্ড আকারের কাজের জন্য রাউন্ড বা হাফ-রাউন্ড ফাইল, কোণাকার কাজের জন্য ট্রাইএংগোলার ফাইল ইত্যাদি।
৪৮। অ্যাডজাস্টেবল রেঞ্জ : অ্যাডজাস্টেবল রেঞ্জ এর সাহায্যে বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলা এবং লাগানো যায়। এর নাট বা বোল্ট আটকানোর খোলা প্রান্তটি কমানো বা বাড়ানো যায় অর্থাৎ অ্যাডজাস্ট করা যায় তাই একে অ্যাডজাস্টেবল রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার বলে।
৪৯। রিং রেঞ্জ বা স্প্যানার : রিং রেঞ্জ বা স্প্যানারের সাহায্যে বিভিন্ন সাইজের নাট ও বোল্টলাগানো এবং খোলা যায়। কারণ এটি বিভিন্ন আকারের পাওয়া যায়, তাছাড়া এটি একটি ইউনিভার্সেল টাইপ স্প্যানার।
৫০। ওপেন এন্ড স্প্যানার বা ডাল রেঞ্জ সেট: ওপেন এন্ড স্প্যানার বা ডাল রেঞ্জ এর সাহায্যে বিভিন্ন সাইজের নাট ও বোল্ট লাগানো এবং খোলা যায়। বাজারে বিভিন্ন আকারের ওপেনএন্ড স্প্যানার পাওয়া যায়।

electrician hand tools - electrical hand tools - mechanical electrical tools


৫১। সকেট বা বক্স রেঞ্জ : সকেট বা বক্স রেঞ্জের সাহায্যে বিভিন্ন সাইজের নাট ও বোল্ট লাগানো এবং খোলা যায়। এর সেটের মাঝে বিভিন্ন আকারের নাট বা বোল্ট হেডের উপযোগী সকেট থাকে, তাছাড়া রেচেটসহ বিভিন্ন আকারের হাতল পাওয়া যায়। ফলে এর ব্যবহার অত্যন্ত সুবিধাজনক ।
৫২। পাইপ রেঞ্জ এর সাহায্যে কোনো পাইপকে ধরা এবং এতে সকেট, এলবো, টি ইত্যাদি খোলা ও লাগানো হয়।
৫৩। মাঙ্কি রেঞ্জ : মাল্কি রেঞ্জের সাহায্যে বিভিন্ন আকারের নাট-বোল্ট খোলা কিংবা লাগানো এবং ধরা যায়। যেমন- বর্গাকার, গোলাকার, আয়তাকার ইত্যাদি।
৫৪। অ্যালেন কি : অ্যালেন কি এর মাধ্যমে হেক্সাগনাল ছিদ্র যুক্ত স্ক্রু খেলা এবং লাগানো যায়। এটি স্কু হেড-এর আকার অনুযায়ী বিভিন্ন সরি অর্থাৎ ছোট মানারি বা বড় হতে পারে। বাজারে সেট হিসেবে বিভিন্ন পরে একত্রে পাওয়া যায়।
৫৫। ইলেট্রিক গোলারি আর কৈ রেন্টের ইলেকট্রিক সোল্ডারিং
৫৬। হ্যাঁ দ'। এটি একটি সাধারণ। যা পার্থক সবার কাজে এটি বাসায় করা হয়। এরমকে ছোট বড় করা যায় এবং সেই দৃষ্টিকে ঘুরিয়ে বাদশ ফ্রেড সহবুৰ্জ্জন হয়।
৫৭। নিরাক 'স'। এটিও ব্যাক 'স' এর সঙ্কোই যাতু কর্তনে হয়। এর সাহায্যে সাধারণত হালকা কাজ করা যেমন- স্নায়, পিন, চিকন পাইপ ইত্যাদি কর্তন।

৫৮। কাউন্টার নি। ফোনে কি যুক্ত নিবে অপরিচার বা অতিরিক্ত অংশ পরিস্কার করার জন্য কিংবা যা ডিজিটের যেতে বসানোর জন্য । লাইনের ক্যাবল কাটা যায়। তাছাড়া নাম শোনার রঙ, বোল্ট, চেইন ইত্যাপি ফাটা যায়।

৫৯। মোট কাটার মোস্ট ফাইন এর সাহায্যে লোহার রয়, বোল্ট, চেইন ইত্যাদি কাটা যায়।
৬০। বাবদিক বস্ফোর। হাইঞ্জলিক কার এর ক সাজের অনুষগ। তবে পার্থক এটুকু যে একোর করার

৬১। ব্যান্ড স্পেনার টুল দ্যাভ কম্প্রেসার টুলের সাহায্যে বিভিন্ন আকারের ক্যাবল উর্মিদান পাপনকোষে সাথে চদশ দিয়ে অটিকানো হয়।
৬২। সি-ক্যাম্প। দুটি ষর কিংবা একটি বরকে টেবিলের সাথে অথবা অন্য কিছুর সাথে সামরিক আটকিয়ে কাজ করার জন্য সি-ক্যাম্প

৬৩। ইলেকট্রিশিয়ান নাইফ বা চাকু বৈদ্যুতিকতারের ইনসুলেশন অপসারণের কাজে ইলেকট্রিশিয়ান মাইক যা চাকু ব্যবহার করা হয়।
৬৪। পাইপ ফাটার পাইপ ফাটার এর সাহায্যে বিভিন্ন ব্যাসের পাইপ বা টিউৰ কৰ্তন কৰা য
৬৫। টিন কাটার বা স্লিপ রিপের সাহায্যে কোনো ৰাৰ পাড় বা টিন কর্তন করা হয়। সোজা, বৃত্তাকার এবং আঁকাবাঁকাভাবে কর্তনের জন্য বিভিন্ন ধরনের স্লিপ ব্যবহার করা হয়। যেমন- সোজা দ্বিপ, বাঁকা রিপ এবং হাওফ স্লিপ।
লিখলেট। কাঠের উপর ফু বসানোর পূর্বে কাজের সুবিধার্থে অল্প ঘিন্ন করে নেয়ার জন্য সিলেট ব্যবহার হয়।
৬৬। গুলি পুলার : মোটর, মারে, ইঞ্জিন কিংবা অন্য কোনো মেশিনের বিস্তারিং ও পুলি খোলার জন্য পুলি পুলার ব্যবহার করা হয়।

অন্য পোষ্ট : Coffee maker - কফি মেকার - চা কফি মেকার - টোস্টার - টোস্টার মেশিন - toaster

electrician hand tools - electrical hand tools - mechanical electrical tools

সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা হ্যান্ড টুলস-এর রক্ষণাবেক্ষণ বলতে বোঝা এগুলোকে কর্মক্ষম ৰা সচল রাখা এবং সর্বদা ব্যবহার উপযোগী রাখা। কারিগরি ক্ষেত্রে সহজে ও বৰ্ণবযভাবে কাজ করাতে হ্যাজ টুলস-এর গুরুত্ব যেমন বেশি, তেমনই এর রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যান্ড টুলস সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, ফলে সেই টুলস দিয়ে সঠিকভাবে কাজ করা যায় না এবং কাজের গুণগত মানও বজায় রেখে করা যায় না। ভালো ব্যান্ড টুলস ছাড়া দক্ষতার সাথে কাজ করা যায় না। হ্যান্ড টুলস ভালো রাখতে, এর যথাযথ রক্ষণাবেক্ষণ অপরিহার্য্য। নিচে হ্যান্ড টুলস-এর রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো।
১. বিভিন্ন ধরনের অ্যান্ড টুলসগুলো আলাদাভাৰে সুনদর করে সংরক্ষণ করতে হবে।
২. যে কোনো যন্ত্রের কোনো অংশ মেরামতের প্রয়োজন হলে তা দ্রুত মেরামত করে সংরক্ষণ করতে হবে।
৩. হ্যান্ড টুলস এ যেন মরিচা না পড়ে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
৪. হ্যাভ টুলসসমূহের রুটিন মোতাবেক রক্ষণাবেক্ষণ করতে হবে।
৫. নষ্ট হ্যান্ড টুলসগুলোকে আলাদা করে ফেলতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url