service entrance cable - service entrance conductors - service entrance

 service entrance cable - service entrance conductors - service entrance
service entrance cable - service entrance conductors - service entrance

সার্ভিস এন্ট্রান্স

সার্ভিস এন্ট্রাস বা সার্ভিস মেইন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান যেমন পিডিবি, পল্লী বিদ্যুৎ, ডেসকো এর ডিস্ট্রিবিউশন লাইনের গ্রাহকের নিকটবর্তী বৈদ্যুতিক পোল থেকে পিভিসি তার বা ক্যাবল এর মাধ্যমে ব্যবহারকারীর বিল্ডিং, বাড়ি এবং কলকারখানাতে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহারকারীর মিটার বোর্ড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দেয়ার পদ্ধতিকে সার্ভিস এন্ট্রান্স বলে। লো ভোল্টেজ পদ্ধতিতে ৫.৮ মিটার উপর দিয়ে এবং হাই ভোল্টেজ পদ্ধতিতে ৬.১ মাটির উপর দিয়ে সার্ভিস লাইন টানা হয়। সার্ভিস লাইনের তার বা সার্ভিস ড্রপ ওয়্যারের জন্য ৬৫০ ভোল্ট গ্রেডের নিম্নলিখিত তিন ধরনের পিভিসি ইনসুলেটেড কপার ওয়্যার ব্যবহার করা হয়। যথা- 

(ক) ৬ বর্গ মি.মি. পিভিসি তার, 

(খ) ১৬ বর্গ মি.মি. পিভিসি তার, 

(গ) ২৫ বর্গ মি.মি. পিভিসি তার ।
গ্রাহকের ধরন লোডের পরিমাণ ও ধরন অনুযায়ী সার্ভিস এন্ট্রাস দুই ধরনের হয়। যথা ১. সিঙ্গেল ফেজ সার্ভিস এন্ট্রাস ও ২. থ্রি-ফেজ সার্ভিস এন্ট্রাপ ।
বাসা-বাড়ী, অফিস-আদালত যেখানে আহকের লোড কম সেখানে দুই তারের সিঙ্গেল ফেজ সার্ভিস এন্ট্রান্স ব্যবহার করা হয়। কল-কারখানা, বহুতল বিশিষ্ট দালান যেখানে লোডের পরিমাণ বেশি বা তিন ফেজ লোড ব্যবহার হয়, সেখানে থ্রি ফেজ সার্ভিস এন্ট্রান্স ব্যবহার করা হয়। সার্ভিস কানেকশনের জন্য গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে সরবরাহকারী প্রতিষ্ঠান সরেজমিনে তদন্ত করে নিয়ম মোতাবেক সংযোগের ব্যবস্থা করে। 

service entrance cable - service entrance conductors - service entrance

সার্ভিস এন্ট্রান্স-এর বিভিন্ন অংশ নিম্নবর্ণিত অংশগুলো নিয়ে সার্ভিস এন্ট্রান্স গঠিত। যথা

১. লাইনের পোল,
২. রক্ষণ ও বিচ্ছিন্ন করার ব্যবস্থা- (এরিয়াল ফিউজ বা পোল ফিউজ),
৩. সেফটি ডিভাইস (বিভিন্ন রকমের গার্ড),
৪. সার্ভিস ব্র্যাকেট,
৫. টানা,
৬. সার্ভিস ওয়্যার (বাড়ির বাহির হতে ভিতরের মিটার পর্যন্ত তার),
৭. সার্ভিস ড্রপ ওয়্যার (ডিস্ট্রিবিউশন লাইন হতে বিল্ডিং পর্যন্ত জিআই তার)
৮. রিল ইনসুলেটর ইত্যাদি
সার্ভিস এন্ট্রান্স-এর বিভিন্ন অংশের বর্ণনা নিচে দেয়া হলো এবং অংশগুলো ২৫.১ নং চিত্রে দেখানো হয়েছে।
১. সার্ভিস বেল্ট: এটি একটি খোলা তামার তারের রিং বিশেষ যা নিম্নচাপ লাইনের অ্যালুমিনিয়াম তারের সাথে আককানো হয়।
২. এইচ টাইপ কানেক্টর। এটি দু দিকে ফাঁকা অ্যালুমিনিয়ামের কানেক্টর-এর সাহায্যে সার্ভিস বেল্ট লাইনের সাথে অত্যন্ত মজবুতভাবে আটকানো হয়। এটি আটকানোর জন্য হ্যান্ড কম্প্রেসার বা হাইড্রোলিক কম্প্রোসার প্রয়োজন হয়।
৩. সার্ভিস ওয়্যার সার্ভিস ওয়্যার হিসেবে সাধারণথ ২৫ বর্গ মিমি সাইজের পিভিসি তার ব্যবহার করা হয়।
এর তারের মাধ্যমে সার্ভিস বেল্ট থেকে সংযোগ মিটার বক্সে আনা হয়।
৪. সার্ভিস ব্রাকেট স্টিলের তৈরি একটি সোজা বা বাঁকানো প্লেট বিশেষ, যার মাঝখানে গ্রস্থ বরাবর একটি হাতল আকারের রড ওয়েল্ডিং করে লাগানো থাকে। সার্ভিস দ্রুপ ক্যাম্পটি বোল্ট কিংবা পোল বেন্ড
ক্ল্যাম্পের সাহায্যে খুঁটির সাথে আটকানো হয়। যা সার্ভিস ড্রপকে খুটির দিক থেকে টেনে রাখে।
৫. সার্ভিস ড্রপ ওয়্যার সার্ভিস ড্রপের জন্য ৬৫০ ভোল্ট গ্রেডের তিনটি সাইজের পিভিসি ইনসুলেটেড কপার তার ব্যবহার করা হয়। এখানে উল্লেখ্য যে, সিঙ্গেল ফেজ সরবরাহের ক্ষেত্রে টু-ইন কোর বা ডুপ্নের ভার এবং থ্রি-ফেজ সরবরাহের ক্ষেত্রে ফোর কোর বা কোয়াড-ডুপ্লেক্স তার ব্যবহার করা হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি পিভিসি ইনসুলেটেড অ্যালুমিনিয়াম পরিবাহী ব্যবহার করে থাকে।
৬. সেকেন্ডারি ক্লেভিস এটি স্টিল বা উন্নত প্লাস্টিকের তৈরি এক ধরনের ক্যাম্প যার দুটি অংশের মাঝে সার্ভিস গ্রুপের নিউট্রাল তারটি বসিয়ে ড্র অংশে লাগানো স্টিল ওয়্যার হুকটি টানে আকটিয়ে দেয়া হয়।
অতঃপর হুকটিকে সার্ভিস ব্রাকেটের সাথে আটকানো হয়।
৭. সার্ভিস এন্ট্রান্স ওয়্যার। বর্তমানে সার্ভিস এন্ট্রাপ ওয়্যার হিসেবে আলাদা কেন তার ব্যবহার করা হয় না। সার্ভিস ড্রপ ওয়্যারকে টান করে সার্ভিস এইড ক্লাম্পের সাথে পুনরায় সেকেন্ডারি ক্রেভিস দিয়ে আকঁকিয়ে অবশিষ্ট অংশ সার্ভিস এন্ট্রান্স হিসেবে সার্ভিস পাইপের ভিতর দিয়ে মিটারের সাথে সংযুক্ত করে দেয়া হয়।
৮. সার্ভিস পাইপ এর মধ্য দিয়ে সার্ভিস তার গ্রাহকের বাড়িতে বা ঘরে প্রবেশ করানো হয়। সার্ভিস পাইপ হিসাবে ৩৮ মি.মি. বা ২৫ মি.মি. ব্যাসের জি আই পাইপ ব্যবহার করা হয়। এ উপর দিয়ে যেন বৃষ্টির পানি প্রবেশ না করতে পারে সেজন্য পাইপটির উপরের প্রাপ্তটি বেন্ড করে দেয়া হয়।

service entrance cable - service entrance conductors - service entrance


অন্য পোষ্ট : কন্ডুইট ওয়্যারিং - সারফেস ওয়্যারিং - কনসিল্ড ওয়্যারিং - কন্ডুইট ওয়্যারিং কত প্রকার

৯. টানা তার বা স্টেওয়ার সার্ভিস পাইপের এক পার্শ্বে সার্ভিস তারের টান থাকে বলে পাইপটি ভারের
টানে বেঁকে যেতে পারে। তাছাড়া ঝড়ের সময় প্রবল বাতাসের ফলে দুর্ঘটনা ঘটতে পারে। এরূপ সমস্যা থেকে নিরাপদ থাকার জন্য সার্ভিস পাইপকে সার্ভিস তারের বিপরীত দিকে টেনে রাখার জন্য তারের টানা দেয়া হয়।

১/ জিআই পাইপ (সার্ভিস পাইপ)
২/ জিআই এলবো
৩/ জিআই সকেট
৪/ জিআই বেন্ড
৫/ জিআই কলার
৬/ জিআই লকনাট
৭/ জিআই রিডিউসিং সকেট
৮/  ক্লাম্প, নাট বোল্টসহ এ.এস. অ্যাঙ্গেল
৯/ ব্রুসআর্ম
১০/ নাটবোল্টসহ আর্থ/স্টে ক্যাম্প
১১/ জিআই স্টে হক
১২/ জিআই স্টে তার
১৩/ জিআই থিম্বল
১৪/ ক্ল্যাম্প, নাট বোল্টসহ স্যাকল ইনসুলেটর
১৫/ এএসি কন্ডাক্টর
১৬/ ৬৫০ ভোল্ট গ্রেড, সিঙ্গেল কোর পি.ভি.সি ক্যাবল
১৭/ জিআই তার
১৮/ এমএস কণ্ডুইট
১৯ ইনস্পেকশন ব্লেন্ড
২০/ ইনপেস্পকশন এলবো
২১/ স্যাডল
২২/ পিভিসিগুলো
২৩/ স্ক্রু
২৪/ এরিয়াল ফিউজ
২৫/ কাট আউট
২৬/ সেফটি ফিউজ
২৭/ মটার বোর্ড
২৮/ নোটিশ বোর্ড
২৯/ সিমেন্ট, বালি, পাথর কুচি প্রভৃতি
৩০/ আর্থ ওয়্যার
৩১/ আর্থ ক্ল্যাম্প
৩২/  আর্থ ইলেকট্রোড

সার্ভিস এন্ট্রান্সের জন্য ক্যাবলের সাইজ নির্ধারণ :

সার্ভিস এন্ট্রাপের জন্য সাধারণত ৬৫০ ভোল্ট গ্রেডের তামার পিভিসি ক্যাবল ব্যবহার করা হয়। সার্ভিস এন্ট্রাপের জন্য ক্যাবল কারেন্ট ক্যাপাসিটি উক্ত সার্ভিসের আওতাভুক্ত বাড়ি বা প্রতিষ্ঠানের লোডের পরিমাণ বা সর্বোচ্চ লোড কারেন্ট এর উপর ও প্রকৃতির উপর নির্ভর করে। যে কোনো সার্ভিস এন্ট্রান্সের ক্যাবল সাইজ নির্ধারণের ক্ষেত্রে নিম্নের বিষয়সমূহ বিবেচনা করতে হবে। সার্ভিস ওয়্যারের প্রকৃত সাইজ নিম্নের উদাহরণ অনুযায়ী হিসাবে করা যেতে পারে ।
ধরা যাক, একটি বাড়ির মোট লোড ১০,০০০ ওয়াট সরবরাহ ভোল্টের ২৩০ ভোল্ট। তাহলে মোট কারেন্ট হবে 10000 230 =৪৩.৪৭ অ্যাম্পিয়ার। অতএব পরবর্তী উচ্চ কারেন্ট ৬০ অ্যাম্পিয়ার বহন ক্ষমতা সম্পন্ন সার্ভিস ওয়্যার দিতে হবে। তবে সর্বনিম্ন সার্ভিস ওয়্যার ৩০ অ্যাম্পিয়ার কারেন্ট বহন ক্ষমতার কম নেয়া যাবে না। অর্থাৎ সর্বনিম্ন ১×৭/০,০২৯ সাইজের তার ব্যবহার করতে হবে। তবে সচারাচর সর্বনিম্ন ১×৭/০.০৩৬ সাইজের ক্যাবল ব্যবহার করা হয় এবং আর্থের তারের ৮ এস.ডব্লিউ.জি গ্যালভানাইজ করা লোহার তার ব্যবহার করা হয়।
১. সিঙ্গেল ফেজ সার্ভিস এন্ট্রান্স ইনস্টলেশন এর ক্ষেত্রে সর্বমি ক্যাবল সাইজ ৩০ অ্যাম্পিয়ার হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে লোড বৃদ্ধির সম্ভাবনা থেকে ক্যাবল সাইজ বাড়ানো যেতে পারে।

২. বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সার্ভিস এন্ট্রান্সের জন্য ৬৫০ ভোল্ট গ্রেডের তিনটি সাইজের পিভিসি ইন্সুলেটেড কপার তার সরবরাহ করে। এগুলো নিম্নরূপ

৬ বর্গ মি.মি পিভিসি তার (৬ আর এম);
১৬ বর্গ মি.মি. পিভিসি তার (১৬ আর এম);
২৫ বর্গ মি.মি. পিডিসি তার (২৫ আর এম)।
৩. সিঙ্গেল ফেজ সরবরাহের ক্ষেত্রে টু-ইন কোর বা ডু-প্লেক্স তার ব্যবহার করা হয়।
৪. থ্রি ফেজ সরবরাহের ক্ষেত্রে ফোর কোর বা কোয়াড-ডুপ্লেক্স তার ব্যবহার করা হয়।
৫. পল্লী বিদ্যুতায়নের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ সার্ভিস ড্রপের জন্য ফেজ তারে প্রয়োজনীয় পিভিসি ইনসুলেটেড, অ্যালুমিনিয়াম এবং নিউট্রালের জন্য খোলা অ্যালোমিনিয়াম তার ব্যবহার করা হয়।
তাছাড়া সার্ভিস তারের প্রকৃত সর্বনিম্ন সাইজ নিচের উদাহরণ অনুযায়ী হিসাব করা যেতে পারে। যেমন, ওয়্যারিং এ সার্কিটের সংখ্যা দু এর অধিক, অতএব সার্ভিস ২৩০ ভোল্ট দু তার সিস্টেমের হবে। যদি মোট লোডের পরিমাণ ৫২৬১ ওয়াট হয়, তবে প্রয়োজনীয় কারেন্ট হবে, ৫২৬১–২৩০=২২.৮৭ অ্যাম্পিয়ার। অতএব ২২.৮৭ হবে।
সার্ভিস এন্ট্রাপের প্রয়োজনীয় শর্তসমূহ নিচে দেয়া হলো
১. সার্ভিস লাইন ওভারহেড হলে ভূমি হতে দাইনের সর্বনিম্ন কন্ডাকটরের মধ্যে এবং পাশের বিল্ডিং-এর মধ্যে নিরাপদ ব্যবধান ৩.০৫ মিটার বা ১০ ফুট রাখতে হবে।
সার্ভিস লাইন রাস্তার আড়াআড়ি হলে
অ্যাম্পিয়ার সাইজের পরবর্তী উচ্চ কারেন্ট বহন ক্ষমতা সম্পন্ন অর্থাৎ ৩০ অ্যাম্পিয়ার সার্ভিস ওয়্যার বাছাই করতে সার্ভিস এন্ট্রান্সের প্রয়োজনীয় শর্তসমূহ

। আহকের ধরন এবং বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ম অনুযায়
(ক) নিম্ন ও মাঝারি ভোল্টেজ লাইনের কন্ডাকটর/পরিবাহীর উচ্চতা ৫.৪৯৫ মিটার বা ১৮ ফুট এবং
(খ) উচ্চ ভোল্টোজের জন্য ৬.০১ মিটার বা ২০ ফুট রাখতে হবে।

service entrance cable - service entrance conductors - service entrance


সার্ভিস লাইন রাস্তার লম্বালম্বি হলে

(ক) নিম্ন ও মাঝারি ভোল্টেজের লাইনের কন্ডাক্টরের উচ্চতা ৪.৫৭ মিটার বা ১৫ ফুট এবং
(খ) উচ্চ ভোল্টেজের লাইনের জন্য ৫.৪৯৫ মিটার বা ১৮ ফুট রাখতে হয়। সার্ভিস লাইন রাস্তার আড়াআড়ি বা লম্বালম্বি ব্যতীত অন্য কোনো স্থানে হলে
(ক) নিম্ন ও মাঝারি ভোল্টেজের লাইনের জন্য খোলা তারের উচ্চতা কমপক্ষে ৪.৫৭৫ মিটার (১৫ ফুট)
ইনসুলেটেড তারের উচ্চতা ৩.৯৬৫ মিটার বা ১৩ ফুট নিতে হবে। এবং সার্ভিস লাইন কোনো কমতল ছাদ, খোলা বেলকুনি, বারান্দার অথবা প্রবেশদ্বারের উপর দিয়ে গেলে সর্বোচ্চ পয়েন্ট হতে লন্ডভাবে ২.৪৪ মিটার ব্যবধানে রাখতে হবে। পাশ দিয়ে গেলে নিকটতম পয়েন্ট থেকে ১.২২ মিটার ব্যবধানে রাখতে হবে।
২. সার্ভিস এন্ট্রাজের কানেকশন পোল থেকে নিতে হবে। কখনও অন্য জায়গা থেকে নেয়া উচিত নয়।
৩. পোল হতে গ্রাহকের বাড়ি পর্যন্ত ৩৫ মিটারের বেশি দূরত্বের সংযোগ দেয়া উচিত নয় ।
৪. বাংলাদেশের বিদ্যুৎ বিধি মোতাবেক সার্ভিস বক্স হতে গ্রাহকের মিটার এর মাঝে সার্ভিস তারে জয়েন্ট দেয়া যাবে না ।
৫. সার্ভিস এন্ট্রান্স পরিবাহীর বর্ণিত নিয়মের কম হলে পর্যাপ্তভাবে ইনসুলেটেড করে নিতে হবে।
৬. বর্তমানে বাংলাদেশের সকল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সার্ভিস এন্ট্রান্সের জন্য ইতিপূর্বে ব্যবহৃত এরিয়াল ফিউজ স্থাপনের নিয়ম বাতিল করেছে।
৭. সাধারণ নিয়ম মোতাবেক বৈদ্যুতিক খুঁটি হতে ৩০ মিটারের অধিক দূরত্বে বিতরণ লাইন সম্প্রসারণ করে
সরাসরি কোনো গ্রাহককে সংযোগ প্রদান করা যাবে না।
৮. উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url