মেগার কি - কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং - সুইচ - হোল্ডার - মেগারের কাজ কি
মেগার কি - কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং - সুইচ - হোল্ডার - মেগারের কাজ কি
মেগার
মেগার মেগার একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে খুব উচ্চমানের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় । এর সাহায্য ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপা হয় বলে একে ইনসুলেশন টেস্টিং মেগারও বলে। এই যন্ত্রের রিডিং সাধারণত মেগা ওহমে হয়ে থাকে। হস্তচালিত ডি সি জেনারেটর ও স্থায়ী ম্যাগানেট, মুভিং কয়েল এর প্রধান অংশ। সচরাচর ৫০০ ভোল্ট ও ১০০০ ভোল্টের মেগার পাওয়া যায়। এতে তিনটি টার্মিনাল থাকে। (ক) লাইন টার্মিনাল (খ) আর্থ টার্মিনাল ও (গ) গার্ড টার্মিনাল।মেগারের কাজ:
মেগার দিয়ে উচ্চ রেজিস্ট্যান্স, ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপা যায়, সুইচের পোলারটি টেস্ট করা যায় এবং ওয়্যারিং-এর কন্টিনিউয়িটি বা নিরবচ্ছিন্নতা টেস্ট করা যায় । যখন কোনো উচ্চমানের রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য রেজিস্ট্যাপটিকে যেগারের L ও E টার্মিনালের সাথে কানেকশন দিয়ে হাতল ঘুরানো হয় তখন জেনারেটর হতে দুটি কয়েলেই কারেন্ট প্রবাহিত হবে। দুটি কয়েলের কারেন্টের অনুপাত অনুযায়ী পয়েন্টারটি ডানে বা বামে ডিফ্লেকশন দিবে। রেজিস্ট্যান্স এর মান খুব কম হলে পয়েন্টারটি শূন্য মানের কাছাকাছি এবং রেজিস্ট্যান্স এর মান খুব বেশি হলে পয়েন্টারটি ইনফিনিটি (a) মানের কাছাকাছি অবস্থান করবে। এখানে উল্লেখ্য যে, মেগারের মধ্যস্থিত ডিসি জেনারেটরটি বাহিরের দিকের হাতলের সাথে সেন্ট্রিফিউগাল কাপলিং এর মাধ্যমে আটকানো থাকে। মেগারকে খুব দ্রুত ঘুরালেও এটি একটি নির্দিষ্ট আরপিএম এর বেশি গতিতে ঘুরবে না। মেগার ঘুরানোর সময় খেয়াল রাখতে হবে যখন এর হাতলটি মুক্ত ভাবে ঘুরবে তখনই এতে নির্দিষ্ট ভোল্টেজ উৎপন্ন হবে। এইভাবে যেগার কাজ করে থাকে। মেগারে লিকেজ প্রতিরোধ করার জন্য গার্ড রিং ব্যবহার করা হয়।মেগার কি - কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং - সুইচ - হোল্ডার - মেগারের কাজ কি
মেগারের সাহায্যে রেজিস্ট্যাপ মাপার পদ্ধতি :
মেগারের সাহায্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার আগে তা ঠিক আছে কিনা না পরীক্ষা করে নিতে হবে। মেগারের টার্মিনাল দুইটি শর্ট করে দিয়ে হাতল ঘুরালে যদি মেগার শূণ্য পাঠ দেয় তবে ধরে নিতে হবে যে, মেগার সঠিক আছে। মেগারের টার্মিনার দুইটি খোলা অবস্থায় হাতল ঘুরালে ইনফিনিটি পাঠ দিবে। মেগারের সাহায্যে কোনো রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য রেজিস্ট্যান্সটিকে যেগারের L ও E টার্মিনালের সাথে কানেকশন দিতে হবে, যা চিত্র ৩০.২ এ দেখানো হয়েয়েছে। অতঃপর মেগারের হাডলটি এমনভাবে ঘুরাতে হবে যেন এটি মুক্তভাবে ঘুরতে থাকে। ঘুরানো অবস্থায় মেগারের স্কেল বরাবর পয়েন্টারের অবস্থান দেখে পাঠ নিতে হয়। এভাবে মেগারের সাহায্যে কোনো রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। এখানে উল্লেখ্য যে, মেগারের মধ্যস্থিত ডিসি জেনারেটরটি বাইরের দিকের হাতলের সাথে সেন্ট্রিফিউগাল কাপলিং এর মাধ্যমে আটকানো থাকে, মেগারকে খুব দ্রুত ঘুরালেও এটি একটি নির্দিষ্ট আরপিএম এর বেশি গতিতে ঘুরবে না। কোনো রেজিস্ট্যান্স পরিমাপ করতে এর হাতল এমনভখাবে ঘুরাতে হবে যখন এর হাতলটি মুক্তভাবে ঘুরে এবং তখনই বুঝতে হবে এতে নির্দিষ্ট ভোল্টেজ উৎপন্ন হয়েছে। মেগারের সাহায্যে ০.৫ মেগাওহম এর কম রেজিস্ট্যান্স পরিমাপ করলে সঠিক পাঠ পাওয়া যায় না।কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং :
কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং ছাদ ও দেয়ালের মধ্যে খাঁজ কেটে কন্তুইট পাইপ বসিয়ে যে ওয়্যারিং করা হয়, তাকে কনসিল্ভ কন্তুইট ওয়্যারিং বলে। পাইপ বসানোর পর প্লাস্টার করে পাইপ ঢেকে দেয়া হয়, ফলে এ ওয়্যারিং চোখে দেখা যায় না । কনসিল্ত কভুইট ওয়্যারিং-এ জিআই বা পিভিসি পাইপ ব্যবহার করা হয়। অবকাঠামো নির্মাণে ছাদ ঢালাইয়ের আগেই ওয়্যারিং লে-আউট অনুযায়ী কম্ভুইট স্থাপন করতে হয়। দেয়াল প্লাস্টারের আগেই দেয়ালে খাজ কেটে ডিবি বক্স, মেইন সুইচ, এসডিব, কন্ডুইট বসানোর জন্য জায়গা করতে হয়, যার ফলে ফিটিংসসমূহ বাহির থেকে দেখা যাবে না । আধুনিক বাড়িঘর, দালান-কোঠা, অফিস-আদালত ইত্যাদি ওয়্যারিং-এর ক্ষেত্রে এ ওয়্যারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। পরিবাহী তারকে বাইরের আঘাত থেকে রক্ষার জন্য এবং দুর্ঘটনা এড়ানোর জন্য এ ধরনের ওয়্যারিং খুবই উপযোগী ।কনসিন্ড কন্ডুইট ওয়্যারিং-এর প্রয়োজনীয় মালামালের তালিকা
কনসিন্ড কন্ডুইট ওয়্যারিং-এর জন্য প্রয়োজনীয় মালামাল সারফেস কভুইট ওয়্যারিং-এর মালামালের অনুরূপ। ত্রয়োবিংশ অধ্যায়ে সারফেস কভুইট ওয়্যারিং-এর জন্য প্রয়োজনীয় মালামালের তালিকা দেওয়া আছে
মেগার কি - কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং - সুইচ - হোল্ডার - মেগারের কাজ কি
কন্ডুইটের সাইজ নির্বাচন:
কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং করতে প্রয়োজনীয় সাইজের কন্ডুইটের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ত্রয়োবিংশ অধ্যায়ের ২৩.৩-এ উল্লেখ করা হয়েছে।দেওয়ালে খাঁজ কাটার পদক্ষেপ দেয়ালে খাঁজ কাটার প্রয়োজনীয় পদক্ষেপ ও পদ্ধতি নিচে উল্লেখ করা হলো।
১. দেয়ালে খাঁজ কাটার জন্য প্রয়োজনীয় টুলস ও সরঞ্জামাদি সংগ্রহ করতে হবে।
২. দেয়ালে চিহ্নিত নক্শা বা লে-আউট অনুযায়ী খাঁজ কাটাতে হবে। সে লক্ষ্যে প্রথমে সঠিকভাবে দেয়ালে দাগ টেনে নিতে হবে এবং পূর্ব থেকে বা ছাদ ঢালাইয়ের সময় ছাদে প্রয়োজনীয় কড়ুইট বসানো থাকে।
৩. ছিটকে পড়া ক্ষুদ্র অংশ হতে চোখ রক্ষা করার জন্য চোখে নিরাপদ গগল্স পরিধান করতে হবে।
৪. চিহ্নিত স্থানের উপরের একটি কোণায় ২৫ মি.মি. চওড়া বেডযুক্ত চিজেল দৃঢ়ভাবে দেয়ালের বহিঃপৃষ্ঠের সাথে
প্রায় সমকোণে স্থাপন করতে হবে, যা চিত্রে দেখানো হয়েছে।
৫. হাতুড়ির প্রতি আঘাতে ডিজেলের চওড়া পরিমাণ অংশ কাটতে বর্গাকৃতি খাঁজের চিহ্নিত রেখা বরাবর অগ্রসর হতে হবে।
৬. এখন চিজেলকে আনুমানিক ৪৫ ডিগ্রি কোণে ধরে বর্গাকৃতি চিহ্নিত স্থানের ভিতর হতে খাঁজে খাঁজে সমান্তরাল এবং ক্রমাগতভাবে কাটতে হবে। খাঁজের প্রয়োজনীয় গভীরতার পৌঁছা পর্যন্ত বারবার এ প্রক্রিয়া চলতে থাকবে। খাঁজের গভীরতা অপেক্ষাকৃত বেশি হলে এর কেন্দ্রবিন্দু হতে কাটা আরম্ভ করে প্রান্তের দিকে অগ্রসর হওয়া সুবিধাজনক।
৭। দেয়ালে স্থাপিত এবং প্লাস্টার করার একটি পিভিসি মাউন্টিং ব্লক অনুসারে কাটতে হবে।
৮। মাউন্টিং ব্লক এবং ওয়াল বক্সের জন্য দেয়াল খাঁজ কাটার কাজ সম্পন্ন হলে, কভুইটের জন্য খাঁজ কাটার কাজ আরম্ভ করা যায়। এ কাজের জন্য ২৫ মি.মি. চওড়া ব্লেড সম্পন্ন চিজেল ব্যবহার করা যায়।
৯। খাঁজের ভিতর দেয়ালগুলো ২৫ মি.মি. চওড়া ব্লেড সম্পন্ন চিজেলের সাহায্যে পরিষ্কার করতে হবে।
কনসিল্ড কভুইট ওয়্যারিং-এ সুইচ বোর্ড ও ফিটিংস বসানোর পদ্ধতি :
কন্তুইট ওয়্যারিং-এ সুইচ বোর্ড বসানোর পদ্ধতি:
১. নির্দিষ্ট মাপের সুইচ বোর্ড ও টুলস বাছাই করতে হবে।
২. সুইচ বোর্ডের কভার বা ঢাকনা খুলতে হবে।
৩. সুইচ বোর্ডের অবস্থা চিহ্নিত করে নির্দিষ্ট স্থানে ক্রু দিয়ে বোর্ড আটকাতে হবে।
৪. বোর্ডে সংযোগ যোগ্য সব ক'টি তারের প্রাপ্ত নির্দিষ্ট ছিদ্র দিয়ে বোর্ডে প্রবেশ করাতে হবে।
৫. এবার বোর্ডে প্রয়োজনীয় আউটলেট/ সুইচ ফিটিং করা যাবে।
মেগার কি - কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং - সুইচ - হোল্ডার - মেগারের কাজ কি
সুইচ বসানোর পদ্ধতি
১। নির্দিষ্ট সুইচ ও টুলস বাছাই করতে হবে ।২। সুইচের কভার বা ঢাকনা খুলতে হবে।
৩। সুইচের অবস্থান চিহ্নিত করে তারের জন্য বোর্ডে ছিদ্র করতে হবে।
৪। প্রয়োজনীয় দৈর্ঘ্যের ইনসুলেশন খুলে ইনসুলেশন মুক্ত অংশটি পরিষ্কার করতে হবে।
৫ । ছিদ্র দিয়ে তার ঢুকিয়ে টার্মিনাল পোস্টে সংযোগকারী ক্রুগুলো ঢিলা করতে হবে।
৬ । টার্মিনাল পোস্টে তার সম্পূর্ণভাবে ঢুকাতে হবে।
৭। সংযোগকারী দ্রুগুলো দৃঢ়ভাবে আটকাতে হবে এবং সুইচের নিচের অংশ বোর্ডে লাগাতে হবে
৮। সুইচ লাগানো হয়ে গেলে পরীক্ষা করতে হবে।
হোল্ডার বসানোর পদ্ধতি
১. নির্দিষ্ট হোল্ডার ও টুলস বাছাই করতে হবে।২. হোল্ডারের অবস্থান চিহ্নিত করে নিচের অংশটুকু খুলতে হবে।
৩. বোর্ডের তারের জন্য ছিদ্র করে ছিদ্র দিয়ে তার ঢুকাতে হবে।
৪. প্রয়োজনীয় দৈর্ঘ্যের ইনসুলেশন খুলে, মুক্ত অংশটি পরিষ্কার করতে হবে।
৫. সংযোগকারী ক্রুগুলো ঢিলা করে টার্মিনাল পোস্টে তার ঢুকতে হবে ।
৬. সংযোগকারী ক্রগুলো দৃঢ়ভাবে আটকাতে হবে এবং হোল্ডারের উভয় অংশে আটকা হবে।
৭. হোল্ডার বোর্ডে ক্রু দিয়ে আটকাতে হবে।
সকেট আউটলেট বসানোর পদ্ধতি
১। নির্দিষ্ট সকেট ও টুলস বাছাই করতে হবে।২। সকেটের অবস্থান চিহ্নিত করে এর নিচের অংশ খুলতে হবে।
৩। বোর্ডে তারের জন্য ছিদ্র করে ছিদ্র দিয়ে তার ঢুকাতে হবে।
৪। প্রয়োজনীয় দৈর্ঘ্যের ইনসুলেশন খুলে ইনসুলেশন মুক্ত অংশটি পরিষ্কার করতে হবে।
৫। সংযোগকারী ঝুগুলো ঢিলা করে টার্মিনাল পোস্টে তার ঢুকতে হবে।
৬। সংযোগকারী ক্রুগুলো দৃঢ়ভাবে অটিকাতে হবে।
৭। সকেট এর বেস বোর্ডে ক্রু দিয়ে আটকাতে হবে।
৮। সকেটের কভার বেসের সাথে আটকাতে হবে।
কনসিন্ড কড়ুইটের ব্যবহার:
সচরাচর বাসাবাড়ি ও অফিস-আদারতে কনসিল্ড কভুইট ওয়্যারিং ব্যবহার করা হয়। তাছাড়া কল-কারখানা ও ওয়ার্কশপেও এই ওয়্যারিং ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সর্ব সাধারণের জমায়েত স্থল যেমন- সিনেমা হলো, অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার ইত্যাদি স্থানেও কনসিল্ড কম্ভুইট ওয়্যারিং ব্যবহার করা হয়।মেগার কি - কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং - সুইচ - হোল্ডার - মেগারের কাজ কি
কাজের সময় সতর্কতা অবলম্বন:
কনসিন্ড কড়ুইট ওয়্যারিং করার সময় মালামাল/সরঞ্জামাদি নির্বাচন, কন্তুইট স্থাপন, ফিসওয়্যার ঢুকানো, তার টানাসহ বিভিন্ন কাজে যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হয়, নিচে তা দেওয়া হলো১. কাজের সময় সেফটি গগলস অবশ্যই পড়তে হবে।
২. দেয়াল কাটার সময় চিজেলের মাথায় হ্যামার দিয়ে সাবধানে আঘাত করতে হবে যেন হাতে না লাগে।
৩. কম্ভুইট সঠিকভাবে বাঁকাতে হবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না।
৪. কম্ভুইট স্থাপনের সময় একটির উপর অন্যটি যেন না বসে।
৫. ছাদের কভুইট অবশ্যই ঢালাই করার পূর্বে বসাতে হবে ।
৬. সব সময় লে-আউট অনুসারে কভুইটের জন্য খাঁজ কাটতে হবে।
৭. ফিস ওয়্যার ঠিকমতো ঢুকতে হবে।
৮. জিআই কম্ভুইটের ভিতর দিয়ে সাবধানে তার/ক্যাবল টানতে হবে, যেন পরিবাহীর ইনসুলেশন ক্ষতিগ্রহস্থ না হয়।
৯. ব্যবহৃত ধাতব সরঞ্জাম যেন কড়ুইটের সাথে যুক্ত না হয়।
১০. আর্থিং ভালো হতে হবে।
