হেয়ার ড্রায়ার - Hair Dryer - ওয়াশিং মেশিন - Washing Machine

 

হেয়ার ড্রায়ার - Hair Dryer - ওয়াশিং মেশিন - Washing Machine

বৈদ্যুতিক হেয়ার ড্রায়ার এর সাধারণ গঠন
হেয়ার ড্রায়ার - Hair Dryer - ওয়াশিং মেশিন - Washing Machine

বৈদ্যুতিক হেয়ার ড্রায়ার এমন একটি ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স যার সাহয্য ভেজা চুল শুকানো হয়। নিচের চিত্রে একটি হেয়ার ড্রায়ার ও এর বিভিন্ন অংশ দেখানো হলো একটি বৈদ্যুতিক হেয়ার ড্রায়ার সাধারণত নিচে বর্ণিত অংশসমূহ নিয়ে গঠিত।
ক) সুইচ (Switch)
খ) মোটর (Motor)
গ) হাত (Handle)
ঘ) বডি (Body)
ঙ) ফ্যান (Fan)
চ) হিটিং এলিমেন্ট (Heating Element)
ছ) এয়ার ফিল্টার (Air filter)
জ) সাপ্লাই কৰ্ড (Supply Cord)
ঝ) সেফটি নেট (Safety Net)


হেয়ার ড্রায়ার বিভিন্ন অংশের প্রয়োজনীয়তাঃ

 হেয়ার ড্রয়ারের বিভিন্ন অংশের প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো
১। সুইচ (Switch) উন্নত ধরনের হেয়ার ড্রায়ারে একধিক সুইচ থাকে যেমন
ক) ফুল শট্ সুইচ,
খ) হিট সুইচ,
গ) স্পিড সুইচ

ক) কুল শট্ সুইচ একটি পুশ বাটন সুইচ যা একবার পুশ করলে অন আবার পুশ করলে অফ হয়। হেয়ার ড্রয়ারের মাধ্যমে শুধু ঠান্ডা বাতাস প্রাপ্তির জন্য এই সুইচ ব্যবহার করা হয়।

খ) হিট সুইচ বিভিন্ন মাত্রার গরম বাতাস প্রাপ্তির জন্য হিট সুইচ ব্যবাহর কর হয়। এটি একটি স্লাইডিং সুইচ, এর বিভিন্ন মাত্রার গরম বাতাস পাওয়া যায়।

গ) স্পিড সুইচ : বাতাসের গতি বা মাত্রা বাড়ানো বা কমানোর জন্য এই সুইচ করা হয়। এটিও একটি স্লাইডিং সুইচ।

২। হাতল এটি বড়ির একটি অংশ যেখানে ধরে বৈদ্যুতিক হেয়ার ড্রায়ারের বডি সাধারণত উন্নত মানের প্লাস্টিক জাতীয় পদার্থের তৈরি। এর মধ্যে পিছন দিকে বৈদ্যুতিক মোটর, পাখা এবং সম্মুখ দিকে হিটিং এলিমেন্ট স্থাপন করা থাকে।

৩। এয়ার ফিল্টার : এয়ার ফিল্টার হেয়ার ড্রায়ারের বায়ু প্রবেশ পথে বড়ির সাথে খোলার উপযোগী করে লাগনো থাকে। এটি বাতাসে উড়ন্ত ধূলিবালি এবং অন্যান্য ভাবমান ময়লা হেয়ার ড্রায়ারের ভেতরে প্রবেশ করতে দেয় না। এটি খুলে পরিষ্কার করা যায়।

৪। সেফটি নেট : সেফটি নেট হেয়ার ড্রায়ারের বাতাস বের হওয়ার রাস্তায় ব্যবহৃত বিশেষ ধরনের তাপসহীয় জাল। ফলে ব্যবহারকারী আঙুল কখনো বায়ু নির্গমন পথে প্রবেশ করতে পারে না।

৫। মোটর বৈদ্যুতিক হেয়ার ড্রায়ারে সাধারণত ইউনিভার্সেল সিরিজ কমিউটেটর টাইপ মোটর ব্যবহার করা হয়। যার গতি প্রায় ৩০০০ আরপিএম। আবার কখনও হেয়ার ড্রায়ারে শেডেড পোল মোটরও ব্যবহৃত হয়। এটি ফ্যানকে ঘুরিয়ে চুল শুকানোর জন্য প্রয়োজীয় বাতাসের ঝাপটা বা প্রবাহ সৃষ্টি করে।

৬। ফ্যান মেটাল বা ভাপসহনীয় প্লাস্টিক দ্বারা নির্মিত ফ্যান ব্লেড সেট মোটরের শ্যাফটে স্তু দিয়ে আটকানো। এটি মোটরের সাহায্যে ঘুরে স্বাভাবিক বা গরম বাতাস সরবারাহ করে।

৭। হিটিং এলিমেন্ট বৈদ্যুতিক হেয়ার ড্রায়ারে সাধারণত দুটি হিটিং এলিমেন্ট লাগানো থাকে। এদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং অন্যটি কম ক্ষমতা সম্পন্ন এবং একটি মাত্র সুইচ দ্বারা উভয় হিটারকে একই সাথে অথবা পর পর সংযুক্ত করা যায়। উচ্চ তাপের জন্য উভয় হিটার, মধ্যম তাপের জন্য একমাত্র উচ্চ তাপের হিটার এবং সর্ব নিম্ন তাপের জন্য কেবলমাত্র নিম্ন তাপের হিটার ব্যবহার করা হয়। আবার কখনও কখনও তিনটি হিটার ব্যবহার করা হয়। এক্ষেত্রেও নিম্ন তাপের একটি, মধ্যম তাপের জন্য দুটি এবং উচ্চ তাপের জন্য তিনটি হিটার ব্যবহার করা হয়।


অন্য পোষ্ট : Electron theory | Atomic structure | Physiological Effect

৮। সাপ্লাই কৰ্ড: সাপ্লাই কর্ডের সাহায্যে সরবরাহ লাইন হতে হেয়ার ড্রায়ারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাধারণত সাপ্লাই কর্ডং হিসাবে তিন কোরের ডিসিসির বা টিসিসির কিংবা টিআরএস তার ব্যবহার করা হয়। যার সাথে তিন পিন প্লাগ লাগানো থাকে।

৯। ব্লোয়ার এয়ার ব্লোয়ার হেয়ার ড্রায়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্লোয়ারের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী গরম, ঈষৎ গরম এবং স্বাভাবিক বাতাস প্রবাহিত করিয়ে চুল শুকানো হয়। উল্লেখ্য যে, হেয়ার ড্রায়ার ব্যবহারের সময় প্রথমেই বেলায়ারকে অবশ্যই চালু রাখতে হবে অন্যথায় হিটিং এলিমেন্ট পুড়ে যাবে। তাছাড়া এর প্লাস্টিক বড়িতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়।  একটি তিন কয়েল সম্পন্ন স্লাইডিং সুইচ চালিত ড্রায়ারের সার্কিট চিত্র এবং আধুনিক হেয়ার ড্রায়ারের সার্কিট দেখানো হয় ।

হেয়ার ড্রায়ার এরসাধারণ কার্যপদ্ধতিঃ

হেয়ার ড্রায়ার এ সাধারণত ইউনিভার্সেল সিরিজ কমিউটেটর মোটর ব্যবহার করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই হেয়ার ড্রায়ারে এমন স্লাইডিং সুইচ ব্যবহার হয় যাতে এর অন অবস্থায় সকল পজিশনেই ব্লোয়ার মোটরটি চালু থাকে। এর ক্ষেত্রে সুইচ অন করার সাথে সাথে মোটরটি চালু হয়ে স্বাভাবিক বাতাস প্রবহিত করবে। অপর দিকে এর ১ নং অবস্থানের ক্ষেত্রেও একই অবস্থা ঘটবে।  তাছাড়া এর ক্ষেত্রে স্লাইডিং সুইচের ২, ৩ এবং ৪ নং অবস্থানের জন্য পর্যায়ক্রমে হালকা গরম, মধ্যম গরম এবং অধিক গরম বাতাস প্রবাহিত হবে। এই ভাবে বৈদ্যুতিক হেয়ার ড্রায়ারকাজ করে। হেয়ার ড্রায়ার চালানোর সময় নিশ্চিত করতে হবে যে আর্থ লিড সঠিকভাবে অপ্রায়্যাগের বতির সাথে সংযুক্ত আছে। কোনো ক্রমেই বাতাসের প্রবেশ এবং বহিরগমন পথ বন্ধ করা যাবে না। তা হলে হিটিং এলিমেন্ট এবং ব্লোয়ারের মোটরটি নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া নিরাপত্তার জন্য বৈদ্যুতিক হেয়ার প্রায়ার বাথরুমে ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে, হেয়ার ড্রায়ার ব্যবহারের সময় প্রথমেই ব্লোয়ারকে অবশ্যই চালু রাখতে হবে অন্যথায় হিটিং এলিমন্ট পুড়ে যাবে। তাছাড়া এর প্লাস্টিক বড়িতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়।

হেয়ার ড্রায়ার - Hair Dryer - ওয়াশিং মেশিন - Washing Machine

বৈদ্যুতিক হেয়ার ড্রায়ারের সম্ভাব্য ত্রুটি:

বৈদ্যুতিক হেয়ার ড্রায়ারের সম্ভাব্য ত্রুটিসমূহ নিম্নে উল্লেখ করা হলো। না।
১. সাপ্লাই কর্ড সকেটে লাগানো আছে, সুইচ অন করলেও ড্রায়ার চলে
২. হেয়ার ড্রায়ার অন করলেই ফিউজ কেটে যায়।
৩. প্রায়ই একবার সুইচ অন করলে কাজ করে না। সুইচ কয়েকবার অন করতে হয়।
৪. হেয়ার ড্রায়ার চলার সময় অধিক স্পার্কিং হয়।
৫. হেয়ার ড্রায়ার চলার সময় এদিক ওদিক ঝাঁকি দিতে থাকে।
৬. হেয়ার ড্রায়ারের গতি কম।
৭. হেয়ার ড্রায়ার অধিক গরম হয়ে যায়।
৮. হেয়ার ড্রায়ার চলার সময় অধিক শব্দ হয়।
৯. হেয়ার ড্রায়ার ঠিকভাবে চলছে কিন্তু বাতাস আসে না।
১০. হেয়ার ড্রায়ার চলছে তবে গরম বাতাস আসে না।

বৈদ্যুতিক ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার - Hair Dryer - ওয়াশিং মেশিন - Washing Machine

বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের সাধারণ গঠন
বর্তমানে গৃহস্থালি কাজে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সসমূহের মধ্যে বৈদ্যুতিক ওয়াশিং মেশিন একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এর সাহায্যে শারীরিক শ্রম ও সময়ের অপচয় রোধ করা যায়। একটি কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হয়। সকল ওয়াশিং মেশিনেই রাসায়নিক বিক্রিয়া, তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তির মাধ্যমে কাজ করে।

হেয়ার ড্রায়ার - Hair Dryer - ওয়াশিং মেশিন - Washing Machine

অন্য পোষ্ট : Energy meter | বৈদ্যুতিক পাওয়ার কি | what is electric power

সাধারণ গঠন :

ওয়াশিং মেশিন এর মূল অংশসমূহের একটি টাব বা পাত্র, যেখানে কাপড় রাখা হয়। অপর একটি হচ্ছে টাব বা পাত্রটি ডানে বামে ঘুরানোর জন্য একটি মোটর ড্রাইভ মেকানিজম। যা কাপড় পরিষ্কার করার জন্য টাবটিকে কাপড় ও কেমিক্যালসহ আপোলিত করে। তাছাড়া এর অপর দুটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যথাক্রমে পানি প্রবেশ ব্যবস্থা এবং ময়লা পানি নির্গমনের ব্যবস্থা। বর্তমানে নিম্নলিখিত ৩ ধরনের ওয়াশিং মেশিন বাজারে পাওয়া যায়।
ক) কনভেনশনাল ওয়াশিং মেশিন।
খ) সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন।
গ) অটোমেটিক ভয়াশিং মেশিনে।
নিম্নে একটি সাধারণ ওয়াশিং মেশিনের অংশসমূহের নাম
১/স্পিন-ড্রাইন বাসকেট
২/ মেশিন স্টান্ড
৩/ ড্রাই টাৰ
৪/ ওয়াশ টাইমার
৫/ সেফটি লিড
৬/ ওয়াটার সুইচ কনট্রোন্স
৭/ ওয়াটার ইনলেট
৮/ স্পিন-ড্রাই পিড
৯/ ওয়াটার লেভেল এডজাস্ট সিলেক্টর
১০/ স্পিন-ড্রাইং টাইমার
১১/ লিন্ট ফিল্টার
১২/ ড্রেইন হৌজ
১৩/ পালসেটর
১৪/ পাওয়ার কর্ড
১৫/ ওয়াশ লিড
১৬/ বেক লিড
১৭/ কেবিনেট
১৮/ স্প্রিংলিংক সাইড বোর্ড
১৯/ ওয়াটার সাপ্লাই সিলেক্টর
২০/ ড্রেইন সুইচ

হেয়ার ড্রায়ার - Hair Dryer - ওয়াশিং মেশিন - Washing Machine

ওয়াশিং মেশিনের বিভিন্ন অংশের প্রয়োজনীয়তা:

১. সাপ্লাই কর্ড বা পাওয়ার কর্ড সাপ্লাই কর্ডের সাহায্যে সরবরাহ লাইন হতে ওয়াশিং মেশিনে বিদ্যুৎ সরবরাহ করা হয় সাধারণত সাপ্লাই কর্ড হিসাবে তিন কোরের ডিসিসি বা টিসিসি কিংবা টিআরএস তার ব্যবহার করা হয়। যার সাথে তিন পিন প্লাগ লাগানো থাকে। কখনও কখনও টুপিন প্লাগসহ পিভিসি কর্ড ব্যবহৃত হয়।
২। লিড বা ঢাকনা : লিড হচ্ছে ওয়াশিং মেশিনের ওয়াশিং টাবের ঢাকনা। এর সাথে একটি স্বয়ংক্রিয় সুইচ আছে যা ঢাকনা খোলা অবস্থায় স্পিন সাইকেলের জন্য মোটরকে ঘুরতে দিবে না।
৩. ওয়াশ বাসকেট/স্পিন টাব: টাৰ ওয়াশিং মেশিনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা একটি পত্রে বা ড্রাম বিশেষ। একটি ময়লা কাপড় পরিষ্কার করা, নিংড়ানো এবং শুকানোর কাজ করে। অটোমেকি ওয়াশিং মেশিনে উল্লেখিত তিনটি কাজ একটি টাবেই ধাপে ধাপে সম্পন্ন হয়। সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে দুটি আলাদা টাব ব্যবাহর করে উক্ত কাজ সম্পন্ন করা হয়।
৪. পালসেটর পালসেটর বা কম্পনশীল হলো একটি চাকা যা টাবের কেন্দ্রে মোটর শ্যাফটের সাথে লাগানো থাকে। ওয়াশিং মেশিন চালু অবস্থায় সকল কার্যক্রমের ক্ষেত্রেই এটি ঘুরে। ওয়াশ সাইকেলের সময় এটি কিছুক্ষণ ডান আবের্তে ঘুরে থাকে। যা ডিটারজেন্ট সম্বিলিত পানির মধ্যে কাপড়গুলোকে ডানে বামে ঘুরায়। ফলে কাপড় অত্যন্ত দ্রুত পরিষ্কার হয়।
৫. পাওয়ার সুইচ পাওয়ার সুইচ ওয়াশিং মেশিনের একটি গুরুত্বপূর্ণ পাওয়ার নিয়ন্ত্রণকারী ডিভাইস। এটি ম্যানুয়ালি কিংবা টাইমারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে চালানো যায়। কোনো সাইকেল সম্পন্ন হওয়ার পর মেশিনে সংকেত ধ্বনি বা লাইট প্রদর্শন করে, এর সেটআপ টাইমের পর স্বয়ংক্রিয়ভাবে সুইচ অফ হয়ে যায় ।
৬. ওয়াটার লেভেল সিলেক্টর বাটন এবং ওয়াটার লেভেল ইন্ডকেটর: ওয়াশিং মেশিনের সাহায্যে কাপড় পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য ওয়াটার লেভেল সিলেক্টর বাটন এবং ওয়াটার লেভেল ইন্ডকেটর ব্যবহৃত হয়।

৭. ওয়াটার সাপ্লাই হোজ এটি ফ্লেক্সিবল পাইপ যার এক প্রাপ্ত মেশিনের উপরের দিকে ওয়াটার ইনলেট ভালভ-এর সাথে এবং অপর প্রান্ত পানির সাথে সংযুক্ত করতে হয়। অতঃপর পানির টেপের মূখ খোলা রাখতে হয়। মেশিন চালু অবস্থায় ওয়াটার লেভেল সিলেক্টরের মাধ্যমে নির্ধারিত পরিমাণ পানি গ্রহণ করে।

৮. ড্রেইনেজ হোজঃ ড্রেইনেজ হোজও একটি ফ্লেক্সিবল পাইপ যা ওয়াশিং মেশিন কর্তৃক ধোয়ার পর ময়লা পানি বের করে দেয়। এর অবস্থান মেশিনের পেছনে বা ডান পার্শ্বে নিচের দিকে


অন্য পোষ্ট : আর্থিং কি - আর্থিং এর প্রয়োজনীয়তা কি - ইলেকট্রোড কি - পাইপ আর্থিং

৯. অপারেটিং বা কন্ট্রোল প্যানেল সকল ওয়াশিং মেশিনের অপারেশন ও নিয়ন্ত্রণ সুইচ, বাটন, ইন্ডিকেটর এবং সিপ্লেসমূহ প্যানেল বোর্ডে থাকে। এর জন্য প্যানেল বোর্ডের নিচের দিকে প্রিন্টেড সার্কিট বোর্ডে (P.C.B) প্রয়োজনীয় ইলেকট্রনিক (ডিজিটাল/এনালগ্) এবং ইলেকট্রিক্যাল সরঞ্জাশ সংযুক্ত থাকে।

হেয়ার ড্রায়ার - Hair Dryer - ওয়াশিং মেশিন - Washing Machine

বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের সাধারণ কার্যপদ্ধতিঃ

বর্তমান বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ইলেকট্রিক ওয়াশিং মেশিন পাওয়া যায়। প্রতিটি অটোমেটিক ওয়াশিং মেশিনই নিম্নের ফাংশসমূহ সম্পাদন করে থাকে। প্রথমে 'পাওয়ার' বাটন চাপতে হবে। অতঃপর কাপড় বোঝাই করে 'স্টার্ট/হোল্ড' বাটনা চাপতে হবে। প্রায় প্রতিটি ওয়াশিং মেশিনের ক্ষেত্রেই একটি ইনিশিয়াল সেটিং থাকে, যা সাধারণত কটন বা সুতি কাপড়ের জন্য প্রযোজ্য। তবে চালানোর পূর্বে মেশিনের অপারেশন ম্যানুয়্যাল পাঠ করে নেওয়া অত্যাবশক। সাধারণত অটোমেটিক ওয়াশিং মেশিনের প্রাথমিক সেটিং নিম্নরূপ :

প্রোগ্রাম :  কটন
রিন্স :  3 টাইম
ওয়াশ : মেইন ওয়াশ
পানির তাপমাত্রা :  = 40°C
স্পিন :  800 rpm

কাপড়ের ধরন অনুযায়ী মেশিনের সেটিং পরিবর্তন করে নিতে হয়। তাছাড়া ম্যানুয়্যাল অপারেশন এবং নির্দিষ্ট সময়াপ্তে ওয়াশ শুরু করার প্রোগ্রাম করা যায়। এইক্ষেত্রে ২ থেকে ১২ ঘণ্টা রিজার্ভেশনের ব্যবস্থা করা যায়। মেশিনের পাওয়ার অন অথবা অফ করার জন্য পাওয়ার বাটনে চাপ দিতে হয়।
ওয়াশিং মেশিনে চালানো কিংবা সাময়িকভাবে বন্ধ করার জন্য “স্টার্ট/হোল্ড” বাটনে চাপ দিতে হয়। অপারেশনের কোনো প্রোগ্রামে পরিবর্তন করার জন্য “স্টার্ট/হোল্ড” বাটনে চাপ দিয়ে পরিবর্তনের জন্য নির্দিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে এটি ঠিক করতে হবে → অতঃপর পুনরায় “স্টার্ট/হোল্ড" বাটনে চাপ দিতে হবে। ওয়াশিং মেশিনের কার্যক্রম নির্বাচনের জন্য প্রোগ্রাম সিলেক্টর বাটনে চাপ দিলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রোগ্রামের জন্য নির্দিষ্ট বাতিসমূহ জ্বলবে । ব্যবহারকারীকে ইন্ডেকেটিং ল্যাম্প দেখে তার প্রয়োজনীয় প্রলোম নির্বাচন করতে হবে। ধোয়ার জন্য বোঝাইকৃত কাপড়ের প্রকৃতি অনুযায়ী তাপমাত্রা নির্বাচনের জন্য "OTEMP" বাটন চাপতে হবে।

রিজ হোল্ড নির্বাচনের জন্য স্পিন বাটন পুনঃপুন চাপতে হবে। এই ফাংশন নির্বাচনের মাধ্যমে কাপড়কে স্পিন না করে আলতোভাবে ধুয়ে মেশিন থেকে বের করে আনা যায়। যদি বিঞ্জ হোল্ড ফাংশন সম্পন্ন হওয়ার পর, ড্রেইন বা স্পিন বাটন সিলেক্ট করা হয় তবে কাপড় ধোয়া শেষে পানি ড্রেইনিং-এর পর মেশিনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url