কন্ডাক্টর কি - কন্ডাক্টর এর কাজ কি - পিভিসি তার ও ক্যাবল
কন্ডাক্টর কি - কন্ডাক্টর এর কাজ কি - পিভিসি তার ও ক্যাবল
পিভিসি তার ও ক্যাবল
পিভিসি তার ও ক্যাবলের গঠনপিডিসি তার ও ক্যাবল যে তার বা ক্যাবলের উপরে পলিভিনাইল ক্লোরাইড কম্পাউন্ড-এর ইনসুলেশন করা থাকে, তাকে পিভিসি তার বা পিভিসি ক্যাবল বলে।
পিভিসি তারের গঠন :
পিভিসি তারের গঠন ধারাবাহিকভাবে নিচে দেয়া হলো। ১. পিভিসি তার সাধারণত ২৫০/৪৪০ ভোল্ট থেডে প্রস্তুত করা হয়।২. এ ভারে ইনসুলেশন হিসেবে (পলিভিনাইল ক্লোরাইড) কম্পাউন্ড ব্যবহার করা হয়।
৩. পরিবাহী হিসেবে তামার অথবা অ্যালুমিনিয়াম তার ব্যবহার হয়ে থাকে ।
৪. পলিভিনাইল ক্লোরাইড একটি বিশেষ ধরনের নমনীয় প্লাস্টিক। উচ্চ তাপমাত্রায় এই ইনসুলেশন গলে যেতে পারে এবং অতিরিক্ত ঠান্ডায় ইনসুলেশন শক্ত ভঙ্গুর হয়ে যায়। এটি পরিবাহীতে সঠিকমাত্রায় ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত ঠান্ডায় ইনসুলেশন শক্ত হয়ে ভঙ্গুর হয়ে যায়। এটি পরিবাহীতে সঠিকমাত্রায় ব্যবহার করতে হয়।
৫. বাতাসের আর্দ্রতাজনিত কোনো প্রভাব ইনসুলেশন এর গুণাগুণ নষ্ট করে না।
৬. ইনসুলেশন এর উপর অম্ল বা ক্ষারধর্মী রাসায়নিক দ্রব্যাদির প্রভাব যেন না পড়ে।
৭. পিভিসি ইনসুলেশন উচ্চ তাপ মাত্রায় ও দহনকার্যে সহায়ক নয়। আগুনের সংস্পর্শে জ্বলে, আগুন হতে সরিয়ে নিলে নিভে যায়।
পিভিসি-এর পূর্ণ অর্থ হলো পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি ভারে ইনসুলেশন হিসেবে (পলিভিনাইল ক্লোরাইড কম্পউন্ড ব্যবহার করা হয়। পলিভিনাইল ক্লোরাইড একটি বিশেষ ধরনের নমনীয় প্লাস্টিক জাতীয় পদার্থের তৈরি উন্নতমানের ইনসুলেশন।
কন্ডাক্টর কি - কন্ডাক্টর এর কাজ কি - পিভিসি তার ও ক্যাবল
পিভিসি ক্যাবল আবার নিম্নলিখিত কয়েক রকমের হয়ে থাকে। যেমন কোর ভেদে ক্যাবল তিন প্রকার :১। সিঙ্গেল কোর গোল ক্যাবল
২। ডাবল কোর
(ক) চেপ্টা ও
(খ) গোল ক্যাবল।
৩। থ্রি কোর গোল ক্যাবল।
ইনসুলেশন ভেদে ক্যাবল দুই প্রকার যথা
১. নন- শিথড ক্যাবল এ ক্যাবলে এক স্তর ইনসুলেশন থাকে।
২. শিখভ ক্যাবল এ রকমের ক্যাবলে দুই স্তর ইনসুলেশন থাকে।
অন্য পোষ্ট : নাইফ সুইচ - তারের জয়েন্ট কত প্রকার - টিউব লাইট - টিউব লাইট মানে কি
ভূ-গর্ভস্থ ক্যাবল :
ভূগর্ভস্থ ক্যাবল সর্বদা শিখড় হয়ে থাকে। ক্যাবলে কোরের ব্যবহার অনুযায়ী ভূগর্ভস্থ ক্যাবল চার প্রকারের হয়ে থাকে।
(ক) এক কোর বিশিষ্ট
(খ) দুই কোর বিশিষ্ট ক্যাবল
(গ) তিন কোর বিশিষ্ট ক্যাবল
(ঘ) চার কোর বিশিষ্ট ।
ইনসুলেশন ক্ষমতা বৃদ্ধির জন্য তেল ভর্তি ক্যাবলও পাওয়া যায় ।
(ক) ফোর কোর ক্যাবল
(খ) বহু খেই বিশিষ্ট পিভিসি শিখড ক্যাবল
(গ) আন্ডার গ্রাউন্ড
পিভিসি তার ও ক্যাবলের ব্যবহারঃ
পিভিসি ভারের ব্যবহার আমাদের দেশে বৈদ্যুতিক ওয়্যারিং-এ পিভিসি তার ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। পিভিসি তার সাধারণত ২৫০/৪৪০ ভোল্ট লাইনে ব্যবহার করা হয়। সাধারণত যে সমস্ত কাজে পিভিসি তার ব্যবহার হয় তা হলো১. বাড়ির ওয়্যারিং এবং কারখানায় বাতির ওয়্যারিং কাজে ব্যবহার করা হয়।
২. কভুইট ওয়্যারিং-এ সাধারণত এ তার ব্যবহার করা হয়।
৩. উচ্চ তাপমাত্রায় এ তার ব্যবহার করা উচিত নয়। ইনসুলেশন নরম হয়ে গলে যেতে পারে ।
৪. অতিরিক্ত ঠান্ডায় পিভিসি তার ব্যবহার করা উচিত নয়। ইনসুলেশন শক্ত হয়ে ভঙ্গুর হয়ে যেতে পারে।
৫. আর্দ্রতাপূর্ণ জায়গায় এ তার ব্যবহার করা যায় ।
৬. অম্ল বা ক্ষার জাতীয় পদার্থ যেখানে ওয়্যারিং-এ আগুন লাগার আশঙ্কা থাকে সেখানে ব্যবহার করা যেতে
কন্ডাক্টর কি - কন্ডাক্টর এর কাজ কি - পিভিসি তার ও ক্যাবল পারে।
পিডিসি ক্যাবল এর ব্যবহার :
(১) পিভিসি ক্যাবল বাড়ি-ঘর, কলকারখানায় ওয়্যারিং-এর কাজে ব্যবহৃত হয়।
(২) যে সকল স্থানে ক্যাবলের উপর ঘষা বা আঘাত লাগার আশঙ্কা থাকে, সেই সকল স্থানে এই বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়।
(৩) আর্দ্রতাপূর্ণ স্থানে এবং যে সকল স্থানে রাসায়নিক দ্রব্যাদির প্রভাব থাকে, সেই সকল স্থানে এই ক্যাবল ব্যবহার হয়।
ফ্লেক্সিবল কর্ড :
বাজারে সাধারণত ১৪/০.০০৭৬ ও ২১/০.০০৭৬ এই দুই সাইজের ফ্লেক্সিবল কর্ড পাওয়া যায় । খুব সরু সরু অনেকগুলো তার এক সঙ্গে প্রথমে সুতা দ্বারা জড়িয়ে তার উপরে রাবারের ইনসুলেশন জড়ানো থাকে । আজকাল অবশ্য এর চেয়ে সহজ, হালকা অথচ ভালো ইনসুলেশন ওয়ালা তার তৈরি হয় তাতে পিভিসি এর আবরণ থাকে। এই পিভিসি ইনসুলেশন ওয়ালা তারকে আবার প্লাস্টিক ওয়্যারও বলে। এই প্লাস্টিক ওয়্যার এর প্রচলনই বেশি। ফ্লেক্সিবল কর্ড ২টি বা তিনটি আলাদা কোর পরস্পরের সঙ্গে একত্রে পেঁচিয়ে রাখা হয়। তাতে ঝুলানো বাতি, ব্রাকেট, ঝাড় বাতি আর স্থানান্তরযোগ্য পাখা, বাতি প্রভৃতিতে ব্যবহারের খুবই উপযোগী। অনেক সময় ঘরের সৌন্দর্য বজায় রাখার জন্য পিভিসি ইনসুলেশন- এর উপর সিল্কের আবরণ থাকে, তাকে ফ্লেক্সিবল সিদ্ধ কর্ড বলে।ফ্লেক্সিবল ক্যাবল :
ফ্লেক্সিবল ক্যাবল ওয়েল্ডিং করার কাজে, সিনেমা প্রজেকশন মেশিনে, এমনকি হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতেও ব্যবহার করা হয়। এই ক্যাবলকে বেশি কারেন্ট বহন করতে হয় বলে মোটা হতে হয়। এই জন্য বহু খেই বিশিষ্ট করে তা নমনীয় করা হয়। এতে বাহ্যিক ইনকুলেশন খুব দৃঢ় অথচ নরম হতে হয় যাতে সহজে নড়াচড়া করতে পারে এবং বাইরের আঘাত হতে রক্ষা পায় ।যে সব স্থানে ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করা হয়।
(১) অভ্যন্তরীণ ওয়্যারিং সিলিং রোজ হতে পেনডেন্ট হোল্ডারে এবং সিলিং ফ্যানে সংযোগের জন্যে এই তার ব্যবহৃত হয়।
(২) অনেক সময় অস্থায়ীভাবে বাতি জ্বালানো, প্যাডেস্টাল ফ্যান চালানোর জন্যেও ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহৃত হয়।
কন্ডাক্টর কি - কন্ডাক্টর এর কাজ কি - পিভিসি তার ও ক্যাবল
আমারড ক্যাবল:
যে ক্যাবলের কোরগুলোকে যেকোনো যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করার জন্য ক্যাবল কোরের ভিতরের স্তরের ইনসুলেশন বা বেডিং এর চারিদিকে ইস্পাত পাত বা টেপ দিয়ে আচ্ছাদিত করা থাকে, তাকে আমারড ক্যাবল বলে। এ ক্যাবলে এক বা একাধিক কোর থাকে। কোরগুলো তামা বা অ্যালুমিনিয়াম উভয়েরই হয়। আমার ক্যাবল আন্ডার গ্রাউন্ড বা মাটির নিচ দিয়ে টানা বৈদ্যুতিক লাইনেও সাবস্টেশনে ব্যবহার করা হয়। আমারড ক্যাবলের মূল উপাদান চারটি১) পরিবাহী বা কন্ডাক্টর,
২) ইনসুলেশন,
৩) পানি নিরোধক আবরণ এবং
৪) প্রোটেকশন বা রক্ষণ।
১) পরিবাহী বা কন্ডাক্টর :
বিশুদ্ধ তামা বা অ্যালুমিনিয়াম দ্বারা পরিবাহী কোরগুলো তৈরি করা পাঁকানো যে কোনো পরিবাহীর ক্ষেত্রেই এর প্রস্থচ্ছেদ গোলাকার বা অন্য আকৃতির হয়ে থাকে।২। ইনসুলেশন:
ক্যাবলে অভ্যন্তরে পরিবাহীগুলো ইনসুলেশন দিয়ে বৈদ্যুতিকভাবে বিচ্ছিন্ন রাখতে তৈলসিত কাগজ, পিভিসি, পলিথিন ইত্যাদি ব্যবহার করা হয়।
৩) পানি নিরোধক আবরণ :
ক্যাবলে যেন পানি ঢুকতে না পারে সে জন্য সিসা, সংকর ধাতু, অ্যালুমিনিয়াম অথবা পিভিসি পানি নিরোধক আবরণ দেয়া থাকে। যা
উপরিভাগে ক্যাবলে বেডিং করা থাকে।
৪) রক্ষণ ব্যবস্থা (Protection System):
বাহ্যিক আঘাতে ক্যাবলের গায়ে যেন সহজে কোনো ক্ষতি হতে না পারে সে জন্য প্রোটেকশন হিসেবে ইস্পাতের পাত বা ফিতার তৈরি আমার ব্যবহার করা হয়। প্রোটেকশনের জন্য ক্যাবলের উপর একটি বা প্রয়োজন অনুযায়ী একাধিক আর্মার (Armour) দেয়া হয়ে থাকে। আমারের উপর বিটুমিন মিশ্রিত চটের ফিতা জড়ানো হয়, যাকে সার্ভিং বলে ।
কন্ডাক্টর কি - কন্ডাক্টর এর কাজ কি - পিভিসি তার ও ক্যাবল
ক্যাবল লেইন বা স্থাপনের ধারণা :
ক্যাবল লেইন বলতে ক্যাবল আন্ডার গ্রাউন্ডে যেভাবে বসানো হয় তাকেই বোঝায়। ক্যাবল লেইন বা পাতার কাজ আরম্ভ করার পূর্বে কোনো পথে ক্যাবল নিয়ে গেলে অর্থনৈতিকভাবে লাভজনক হবে সেটা ঠিক করে ক্যাবল লেইন করতে হবে। ক্যাবল লেইনের সময় পিলার বক্সের অবস্থান এমন হবে যেন, যানবাহন, শরি চলাচলে কোনো অসুবিধা না হয়। ক্যাবল লেইন এর পূর্বে ওয়াসা, টেলিফোন, গ্যাস সরবরাহ, পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিতে হয় । প্রকৃতপক্ষে এর কোনো ইঞ্জিনিয়ারিং লিখিত নিয়ম নেই। ইহা বিভিন্নভাবে করা হয়; যা কাজের ধরন, লাইনের ভোল্টেজ, ব্যয়, অবস্থান ইত্যাদির উপর নির্ভর করে। ক্যাবল লেইনের কাজ ৪টি ধাপে সম্পন্ন করা হয়।১. ক্যাবল লাইনের লেআউট তৈরি,
২. পরিখা (Trench) খনন,
৩. ক্যাবল বিছানো এবং
৪. পরিখা ভরাট করা।
ক্যাবল লেইনে পরিমিত পরিমাণ অর্থাৎ ১ থেকে ১.৫ মিটার গভীর আর ৪৫ সেন্টিমিটার গ্রন্থ বিশিষ্ট লাইন বরাবর গর্ত করে নিচে একস্তুর বালি দেয়া হয়। তারপর ক্যাবল স্থাপন করে ইটের ঢাকনা দেয়া হয় যাতে কোনো সময় ক্যাবল সরাসরি আঘাত না পায়। টেলিফোন লাইনের তার আন্ডার গ্রাউন্ড ক্যাবলের সাতে বসানো যাবে না।
ক্যাবল লাইন সহজে শনাক্ত করার জন্য মাঝে মাঝে চিহ্ন দেয়া থাকে, যাকে পিলার বক্স বলে। আন্ডার গ্রাউন্ড ক্যাবলের কাজের বিশ্বস্ততা ক্যাবল লেইন এবং ব্যবহৃত ফিটিংস এর উপর নির্ভর করে। বৈদ্যুতিক ক্যাবল লেইন বা স্থাপনের নানা রকমের পদ্ধতির মধ্যে সরাসরি স্থাপন পদ্ধতি বেশি প্রচলিত, যা চিত্র ১০.২ এ দেখানো হয়েছে।
আমারড ক্যাবল ব্যবহারের প্রয়োজনীয়তা :
সাব-স্টেশন, কল-কারখানা, বড় বড় ফ্ল্যাট বাড়িতে আন্ডার গ্রাউন্ড লাইন করতে অধিক নিরাপত্তার জন্য আমারড ক্যাবল ব্যবহৃত হয়। আবার কখনও কখনও নিম্নচাপ লাইনের
যে সকল স্থানে ওভার হেড লাইন নির্মাণে অসুবিধা হয় সে সকল স্থানে আন্ডারগ্রাউন্ড লাইন বসানো হয়। অভার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটজনিত ত্রুটি এড়ানোর জন্য এ ধরনের ক্যাবল-এর গুরুত্ব অনেক। উন্নত বিশ্বে যেখানে একই সঙ্গে একাধিক লাইন যায় বা আরও লাইন সংযুক্ত হওয়ার সম্ভাবনা থাকে সেখানে ক্যাবল লাইনের অধিকতর নিরাপত্তার জন্য আর্মারড ক্যাবল ব্যবহার করা হয়।
